১
আজ তোমাকে উপহার দেবো
এক সমুদ্র দু:খ-
নিতে পারবে
নিতে পারবে তুমি ?
২
তোমাকে খুঁজতে হয়নি
অথবা খুঁজতে যাইনি
অদৃশ্য জগত থেকে
কি সুন্দর করে গেয়ে ওঠলে তুমি
কণ্ঠে ঢেলে দিয়ে সুমধুর সুর
ইনিয়ে বিনিয়ে করো সুরের কলতান
আমার এক'শ একটা দুখের মাঝে
আবার নিরবে হেসে ফেলি আমি
এক করুণ দুঃখ ভুলানো হাসি-