অনেক পাওয়া দুহাতে
কেবল অতৃপ্তির পাহাড় জেগে উঠে-
কফির টেবিলে কতিপয় ছাপোষা প্রাণী
তখনও মাতালের মতো
বিল গেটসের বিলাসিতার রূপকথায় বিভোর-
এবং আমি তোমার বিরল ধৈর্য দেখে
বার বার বিস্মিত হই
মনের নিভৃত কোণে একটি মিথ্যে গরীমা ছিলো,
"আমি ধৈর্যশীল গোত্রের একজন...."
আজ সেই অহংকারকে বিচূর্ণ করে দিলে
দারুণ অবহেলায়-
অক্লান্ত যোদ্ধা হয়ে
পাড়ি দাও দীর্ঘ পুরষ্কারহীন সময়-
এমন আকাশ কোথায় পাও তুমি?