১.
আমি তো ঘুমিয়ে ছিলাম
বলতে পারো হারিয়ে যাওয়ার মতো ঘুমে
অবসন্ন- অচেতন স্বপ্নহীন ঘুমে আচ্ছন্ন হয়ে
বেচে থাকার সব উদ্দেশ্য যেখানে
ভস্মীভূত পাহাড়ের নীচে চাপা পড়ে থাকে
কিভাবে জেগে উঠলাম
কেনো জেগে উঠলাম
কে জাগালো আমাকে?
ঘুমঘোরই হয়তো ভালো ছিলো
জেগে থাকার বড় কষ্ট-
২.
কি আশ্চর্য!
তুমিও আর দশজনের মতো এঁটো ঘাটছো
একটুখানি সস্তা জনপ্রিয়তার আশায়
তাহলে পথের ক্লান্তিতে একটু জিরিয়ে নিতে
কোথায়, কোনবৃক্ষের নীচে দাঁড়াবো আমি?