শোরুমের আলোয় চোখ ধাঁধানো চারদিক-
আলোর বন্যায় ভেসে যাচ্ছি আমি
অপরূপ - দারুণ!
কিনতেই হবে
কেনা যেতে পারে
না, না, একেবারেই রুচিহীন
একেবারে অচল-
ট্যাগের দামগুলো একটু বেশি
হোক না, সামর্থ্য-সাধ মিলে গেলে
কি এমন ক্ষতি?
শীতাতপের কোমল আরাম ছেড়ে
বাইরে ফুটপাতে নামি
উচ্ছিষ্টের উপর হুমড়ি খেয়েছে নারী ও শিশু
বহুদিন বিশুদ্ধ স্নানের প্রশান্তি ভুলে যাওয়া মানুষ
শতচ্ছিন্ন নোংড়া পোশাক
চোখ সয়ে গেছে এসব
আমাকে কাঁপায় না একবারও
স্বপ্নঘোরে গুণছি ট্যাগের দামগুলো
আমার চোখ সরে সরে যাচ্ছে
ব্র্যান্ড থেকে ব্র্যান্ডে -