খুঁজে ফিরছি সেই অস্পষ্ট গানটি
সেই অস্পষ্ট সুর
বাতাসে পাখিদের ফিসফিসে ধ্বনি
সেই বিদায়ি আলো না ফোটা ভোর
সেই বিদায়ের করুণ আয়োজন
সেই প্রিয় মুখগুলো-
যতদূর দৃষ্টি যায় চেয়ে থাকা চোখ
আর আমার ব্যথাকাতর অন্তর
তারপর সেই গান, সেই সুর,
সেইসব মুখ, সুখ-বিরহ
বিস্মৃতির দেশে কখন হারিয়ে যায়
চাপাপড়া বেদনার মতো
আমি মরিয়া হয়ে খুঁজি
পৃথিবীর যেখানে যে প্রান্তে সম্ভব -
তারা আর ফেরে না কখনো
গানটির বুকে জমা ছিলো এতো অভিমান!
হয়তো সেই জমাট অভিমানের ভাষা
পাঠোদ্ধার হবে না কখনো
দুর্বোধ্য শিলালিপির মতো-