কাল সারারাত তুমুল বৃষ্টি হয়েছিলো
তোমার শব্দ-বৃষ্টি
আমার বোধ ও অনুভবের আঙিনায়
শুদ্ধতম প্লাবন হয়ে এলো
শব্দরা এমন শক্তিকলা জানে!
আমি তো এমনই ভেসে যেতে চেয়েছি
শব্দ বন্যায়-
এর থেকে শক্তিশালী অস্ত্র ও প্রলয়ের নাম
আমার যে জানা নেই-
জানা নেই নিরস্ত্রকে
এর থেকে আর কতো কৌশলে
আঘাত করা যায়?
তুমি আত্মদ্রষ্টা শব্দ হও
আর কোনো হিরোশিমা নাগাসাকি নয়
নিরস্ত্রের উপর আর নয় কোনো আক্রমণ -