যেখানেই যাই না কেনো
দায়গুলো আমাকে ছাড়ে না
যেখানে যাই
যেখানে লুকাই নিজেকে-
বুঝে নেয় হিসাব নিকাশ
পাই পাই-
আর বিস্ময় ঘিরে রাখে
আমাকে অণুক্ষণ
যেন তারা নিরীক্ষণ কর্মকর্তার
শাণিত চোখ-
কিছুই পার পায়না বিনা নোটিসে-
উপভোগের সোনালী দিনগুলো
ছিঁড়ে খায় নিষ্ঠুর নখরে-