ক'টা দিন বেশ কাটলো
ইচ্ছেমতো রাত জাগা
অথবা জেগে উঠা-
সদ্য জন্মনো ম্যুভির কল্প দৃশ্যের ভিতরে
বিস্ফারিত চোখে হারিয়ে যাওয়া -
আটটা-পাঁচটা হাজিরা নেই
লাঞ্চ প্যাক প্রস্তুতির ঝামেলা নেই
নেই ই-ফাইলের স্তুপ-
নেই তদন্তের মিথ্যে বাবুয়ানা পরিহাস
নিয়মিত দাসত্ব থেকে
ছুটি নিয়েছি বহুদিন পরে;
(দাসদের যতদূর জানি কোনো ছুটি ছিলো না)
আধুনিক দাসজীবন অতিতের থেকে কম কিসে?
মিলিয়ে নেই সেকাল একাল
ছুটি ফুরিয়ে এলো-
যাওয়া হোলো না নিশ্চিন্তপুরে
কাটানো হোলো না কিছু অপূর্ব মুহূর্ত-
যেখানে কোজাগরী পূর্ণিমার চাঁদ
নিরালায় বসিয়েছে আলোর আসর
আর আসন্ন শীতের বারতা বয়ে আনা
সন্ধ্যা বাতাসে সাগর সপে দিয়েছে
তার সব নির্জনতা।