আজ সন্ধ্যায় বৃষ্টি হবে
চারদিক অন্ধকার করে বৃষ্টি নামবে নামুক
আমি আজ ভিজবো বৃষ্টিভেজা দমকা বাতাসে
আজ অন্ধকার সাজবে গাঢ় কালো রঙ মেখে
এমন শীত কাপানো ঝড় আসুক
যেন মনে হয় এখানে পৃথিবীর শেষ দিন
উদযাপিত হবে আজ-
এক অপেক্ষাহীন সুসময়ের স্রোতে
নিরমল আনন্দে ভেসে যাবে এই অস্তিত্ব-
আহা সুসময়! সে শুধু কামিনীর ঘ্রাণের মতো
ক্ষণস্থায়ী নেশাগ্রস্ত করে শুধু
আহ্লাদী সুখ সে বোঝে না কখনও-