আমাকে ব্যবচ্ছেদ করে
একদল অনভিজ্ঞ শল্য চিকিৎসক
নির্দয় উল্লাসে-
ছুরি-কাঁচিতে ছিন্ন করে
স্নায়ূর শেষ সংবেদন,
আর্তচিৎকার-
এই বুঝি বুদ্ধিহীনতার যথার্থ পুরষ্কার !
আমিও অপারগ,বাধ্য রুগীর মতো
চোখ বুঁজে হজম করি যন্ত্রনাগুলো
নিসাড় পড়ে থাকি
অপারেশন টেবিলে-
আহা সময় !
আরও কতো ভেলকী
তুমি দেখাবে আমাকে ?