সমস্ত ভালোলাগার সংজ্ঞাগুলো
এভাবে বদলে যায়-
শুধু এক কোমল বিস্ময়
আমার অস্তিত্বকে আচ্ছন্ন করে-
আমার পরাজয় অথবা জয়
থেকে যায় অনির্ধারিত-
আমার থেকে বিপন্ন কে আছে ?
কে আছে আমার থেকে বিহবল ?
এক অসহায় বোধ
আমাকে অনুসরণ করে
কানে কানে বলে যায়
আমার অসম্পূর্ণতার কথা -
এই অসুখের সাথে
এই কি প্রথম দেখা !