অতিমানবীয় সময়ে
তোমার পাশে নিবিড় হয়ে দাঁড়াই কিছুক্ষণ
তুমি অকৃপণ
দু'হাত ভরে দাও আশ্চর্য্য উপহারে -
সাদা-কালো ক্ষুদে প্রজাপতির ডোরাকাটা ডানা
নীল প্রজাপতির চঞ্চল উড়াউড়ি-
শাখা দুলিয়ে শুভেচ্ছা জানায়
বিরল রঙা অর্কিড-বেগুণী জবা-
নৈশব্দকে আরো প্রগাঢ় করে
বৃষ্টিভেজা গোলাপের বিশুদ্ধ স্নান-
ডালে বসা একাকী শীতার্ত কাক -
অদৃশ্য পাখির সুরেলা গান-
আসন্ন বৃষ্টির মন কেমন করা পূর্বাভাস-
এসব মিলে যায়
একমাত্র তোমার কাছে আসলেই ।
স্যাঁতসেঁতে ম্লান হয়ে যাওয়া স্বপ্ন-দিনে
উজ্জ্বীবনী মন্ত্রে ধনী হয়ে উঠি
আর একটু বাঁচার আকাঙ্ক্ষায়
জীবনের পথে ছুটতে শুরু করি আবার -