লোকে বলে বিষণ্ণতার রঙ নাকি ধূসর ,
তোমার প্রশান্ত দুচোখে ভর করে আছে
গভীর বিষণ্ণতা,
ছুঁয়ে আছে তোমার সরলরেখার মতো
শান্ত বিন্যস্ত চুলে -
সমগ্র অবয়বে যেন বেধেছে স্থায়ী ঘরবসতি
কি হয়েছে তোমার ?
হৃদয়ের গভীরতম দেশে
চিরস্থায়ী ক্ষতের কোনো অসুখ ?
তোমাকে ঘিরে থাকে
তোমার রাতদিন-সন্ধ্যা সকাল ।
এমন বিষণ্ণ মুখচ্ছবি দেখিনি কখনও
অসহায়ের মতো দৃষ্টি মেলে থাকি
উত্তর মেলে না -
সংযোগের উষ্ণতায় ছড়িয়ে দিয়েছ
মন খারাপ করা শীত-বাতাসের নির্লিপ্ততা ।
আজকাল তুমি দূর জনপদের দুর্বোধ্য ভাষার মতো
তোমার সুর কেবল টানে
তবু পাঠ করা হয়ে উঠে না তোমাকে -