সিডর, নার্গিস, মহাসেন, কমেন
বার বার ভেঙ্গে দেয়
ছোট ছোট স্বপ্ন আমার
ভেঙ্গে দেয় সাজানো ছোট্ট কুঁড়েঘর-
গরীবের এই বাঁচা মরা
কারো কাছে কিছুই না জানি
টানা বৃষ্টি ঘর ছাড়া করে
এনেছে আমাকে পথে ।
এই বেঁচে থাকায়
একটুখানি আড়াল কোথায়?
পশু-পাখিদের সাথে ভাগাভাগি করা
দারুণ দু:সময়-
চকচকে নামী দামী সব রিলিফের গাড়ি
আসে যায় পিছনে ফেলে আমায়
ফিরেও তাকায় না আমাদের দিকে ।
রোদে বৃষ্টিতে বড় হয়রান
পায়ের নীচে তপ্ত বালি
আকাশে সূর্য্য নির্দয় বড়।
আলো নিভে গেলে
ভয় বেড়ে যায় আরও
চেনা পৃথিবী হয় সুনসান -
তুমি আছো কোথায়
কোন আসমানে
তোমাকে মিনতি
চাই না রিলিফের ছিঁটেফোটা দান -
বোকা প্রশ্নরা ঘুরে
শূন্য দৃষ্টি জুড়ে
মরাকে কেন তুমি
বার বার  ফেলো মেরে-

**আজকের এই লেখাটি আসরের  শ্রদ্ধেয় ও গুণী কবি আগুন নদীকে উৎসর্গ করে লেখা ...যাঁর কবিতা পড়ে আমি ভীষণভাবে অনুপ্রাণিত ...