চারদেওয়াল, ছাদ যাকে সুরক্ষা দেয়নি
প্রিয়জন-স্বজন যার আশ্রয় হয়ে উঠেনি
এই দুর্যোগে সে কোথায় যাবে ?
বাতাসের গুমরানো হাহাকার
তাকে কিছু সংকেত পাঠায় কি
পাঠায় কি কিছু পূর্বাভাস
সে শোনেনা -
কেবল উপেক্ষা করে-
অরণ্য তার সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত ধ্বনি তোলে
হুশিয়ারী অর্কেষ্ট্রা বাজায়-
বাজিয়ে বলে , এগিয়ে যা,
আর একটু বিপদ ছুঁয়ে দ্যাখ ।
তার ভেবে দেখার সময় মেলে না
সত্যিই আবশ্যক কিনা -
হাজার বছরের ক্ষুধার পেট
নিয়ত সভ্যতা ভাঙ্গে আর গড়ে-
লোভ, হিংসা, সংগ্রাম,হননের
উষ্ণ ও শীতার্ত সব মূহুর্ত
এভাবে হয়ে উঠে অনিবার্য,
ইতিহাসে বৈধতা খোঁজে -
সে কিন্তু থামেনি ,
এখনো হারিয়ে যেতে যেতে
হারিয়েও যায়নি
কে তাকে বাঁচায় , কেনো বাঁচায় ?
বাঁচিয়ে রাখা কি খুব জরুরী !