কালো মেয়েটি পালায়
চেনা আঙ্গিনা-মাঠ পেছনে ফেলে রেখে
সাথে কিছু স্বজন ,
বাকীরা নিহত-আহত-পঙ্গু,
অনেক অচেনা পথ পাড়ি দিয়ে
ঠাঁই হয় ভিন্ন দেশে-
এক ঘুটঘুটে রাতে
আশ্রয় মেলে সারি সারি বস্তি ঘরের একটিতে
জল নেই,যব নেই,
গায়ের পোষাক গায়েই শুকায়-
বড়দের চিৎকার-ঝগড়া-মারামারির ভিড়ে
ক্ষুধার্ত পেটে সে খেলে এক্কা দোক্কা-
রাত নেমে এলে কিশোরীর চোখ জুড়ে গাঢ় ঘুম -
শৈশবের গন্ধ অস্তিত্বে তখনও আছে লেগে-
কাঁচাঘুম ভেঙ্গে দেখে
শৈশব হরণের ষড়যন্ত্রে ব্যস্ত
অন্ধকারের মানুষগুলো-
চারিদিকের অন্ধকারে
অসহায় দৃষ্টি মেলে মেয়েটি
কি যেন প্রার্থনা করে
অন্ধকারের কাছে-
অনুচ্চারিত মন্ত্রের মতো,
"কেউ কি কোথাও আছো ......?"
তার আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে ফেরে...
কোনো এক দেবতা হয়তো শুনে ফেলে
তার কানে ফিস ফিস করে বলে,
"এই মেয়ে পালা,
যতদূর জানি তুই জানিস ডুব সাঁতার,
তুই জানিস আদিগন্ত দৌড় ......"
সেই থেকে মেয়েটি ছুটছে
দৌড়াতে বেশ লাগে -