উত্সবের কাঙ্ক্ষিত ছুটি এনে দিলো
হারিয়ে যাবার একান্ত অবসর।
ইচ্ছেপূরণের তালিকা ছিলো দীর্ঘ
করার না করার-
একে একে ছুঁয়ে যাই এটা ওটা
কিছু বাকি থেকে যায়, থাক !
সব ইচ্ছে কি পূরণ হবার?
ছুটি ফুরিয়ে আসছে নিজস্ব নিয়মে
কি ভেবে সন্ধ্যার ক্যানভাসে চোখ রাখি
ধীর সতর্ক হাতে সবুজের রঙ মুছে নিয়ে
বিন্দু বিন্দু করে কোনো এক অদেখা শিল্পী
অন্ধকারে ঢেকে ফেলছে দৃষ্টির সীমানা-
দূর পাহাড়ের নির্জনতা চমকে দিয়ে
জ্বলে উঠছে দু'একটি আলো-
অদূরে বিধ্বস্ত নারিকেলের পাতা
বিশালকায় বিছার মতো -
ক্লান্ত, পরাজিত এই অবসরযাপন!
বিষাদের নীলে মোড়া ভাবনার জাল -
ধুম বৃষ্টিধারা ঝরেছে এই কদিন
অল্পায়ু ছুটি দ্রুত ফুরিয়ে যাবে
আমার যা স্বাধীনতা কেড়ে নেবে
আসলে কি! কবে কোনদিন -
কোথাও তবে এতটুকু ছিলাম স্বাধীন!
***আসরের গুণী কবি আগুন নদীকে অশেষ কৃতজ্ঞতা জানাই ...... আপনার সমৃদ্ধ সম্পাদনাটি সংযোজন করে নিলাম ...উল্লেখ্য কবি সময় পেলে আমাকে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ দেন ...ভীষণভাবে উপকৃত হই ...