এই সম্পর্কটির কোনো নাম নেই , তেমন কোনো নাম দেওয়া যায় না হয়তো , অথবা নাম দেওয়ার কথা সচেতনভাবে ভাবা হয়নি কখনও .........যেমনটা হয়, অন্য সময়ের মতো আর পেছনে ফিরে তাকানো হয় না , না তাকানোর কৌতুহল বশীকরণ সভ্যবিদ্যা আমার জানা আছে বেশ, সে কিন্তু এক অপার্থিব কৃতজ্ঞতা মাখা দৃষ্টি নিয়ে আমার বিদায়ের পথে দাঁড়িয়ে থাকে , আমি আর একবার হাত নেড়ে বিদায় নেই , সে তবুও ঠাঁয় দাঁড়িয়ে থাকে, তাকে তখন বড় আপনজন মনে হয় , হয়তো তার সাথে আমার খুব পুরনো বিগত কোনো জন্মের খুইয়ে ফেলা বন্ধন ছিলো, এই জন্মে ভুলে গেছি আমি; না, ঠিকমতো মনে পড়ছে না তো কোনো স্পষ্ট স্মৃতি ......নাকি আমরা স্মৃতির সাথে স্মৃতিগুলোকে ন্যানো সেকেন্ডের ব্যবধানে ঘুলিয়ে ফেলি ...... বরাবরের মতো কোনো প্রতিদান আশা করিনি , তার চোখে চিকচিক করে উঠে চেনা জলকণারা...... আমি আর থামি না ...থামলে হয়তো আমার চোখেও নামতে পারে বিনা নোটিশের বৃষ্টি ......
কবিতাটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৫/০৭/২০১৫, ০৬:০২ মি: