তোমাকে এখনও স্পষ্ট দেখতে পাই
তোমার উদ্বিগ্ন চোখ -
তোমার উৎকণ্ঠা-
যাপিত জীবনের সব রক্তক্ষরণ
লুকিয়ে রাখা তোমার কৌশলী হাত
পেলব ফুলের পাপড়ি ছড়িয়ে দিতো
আমার চলার পথে-
আমার জন্যে তোমার নিবিড় শ্রম-ঘাম
আমার চিন্তায় তোমার নির্ঘুম রাত
আমাকে ঘিরে তোমার অবিরাম স্বপ্ন বুনে চলা
যেনো আমি তোমার গন্তব্যের ঠিকানা-
মমতায় অক্লান্ত তুমি
আমাকে শেখালে কিভাবে যত্ন্ব করে
সত্ত্বা উজাড় করে
দিতে হয় সবটুকু ভালোবাসা-
অমনটি আর কাউকে দেখিনা !
আজ মনে হয় যা তোমার পাওনা ছিলো
দিতে পারিনি তোমাকে
কারো মাঝে সামান্য আভাষ মিলে গেলে
বিলিয়ে দেবো আমার গোটা জীবন
তোমাকে উৎসর্গ করে -