বহুদিন অপেক্ষায় আছি
একটি সূত্র খুঁজে পাওয়ার আশায়
এখনও পাইনি সমাধানের নামগন্ধ-
অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো
সময় চলে যাচ্ছে -
দক্ষ অভিনয় শিল্পীর মতো
গদগদ হয়ে অনেকে
তৃপ্তির গল্প শুনিয়েছে আমাকে ;
বিশ্বস্ত শ্রোতা হয়ে
তাদের মিথ্যে ভাষ্যের মাঝে
গভীর অনুসন্ধানে হোতে চেয়েছি নিমগ্ন -
বুঝে নিতে চেয়েছি
মিথ্যাচারিতার স্বরূপ-
নিজস্ব আয়নার সামনে
অসহায় মানুষের মতো
তারা কেন কাঁদে -
প্রলাপ বকে -
আমিও কি তাদের একজন !
চেনা সত্যের মুখোমুখি
সাহস করে দাঁড়াই না কখনও-