তার অপেক্ষায় থাকি
সে বলেছিলো একদিন ঠিকই সে আসবে।
সে কি বলেছিলো ?
নাকি ঘোর বিশ্বাস রাখি সে আসবে !
সযত্নে লিখে রাখি সেই কাঙ্ক্ষিত নাম
পৃথিবীর সব ধূসর দেওয়ালে দেওয়ালে -
ম্লান দেওয়ালগুলো সেজে উঠে
দেওয়ালীর উত্সবে উত্সবে -
চোখ বুঁজে গভীরতম আত্মবিশ্বাস নিয়ে
পারিজাত বৃক্ষের শাখায় বেঁধে দেই আশার সুতো -
দারুণ উদ্বিগ্ন দৃষ্টি মেলে বাল্যবেলার মতো
সব আড়ালে, অন্ধকারে তাকে কেবল খুঁজে বেড়াই;
শুনতে পাই তার পদধ্বণি ,
টের পাই তার অস্তিত্বের আভাষ-
অপেক্ষা কখন এতো দীঘল হয়ে গেলো
বিস্মৃত হয়ে যাই আমি-
সে আসে না ;
তবুও তার থেকে শক্তিমান হয়ে উঠে
তার না আসা অস্তিত্ব!
অনুভবে অনুরণিত
নির্জন অরণ্যের সরব সিম্ফনি-