এক ভুল অভিমান নিয়ে
মিথ্যে এক ঝাঁক কষ্ট নিয়ে
বিনষ্ট সময় নিয়ে
ঘুণপোকায় কাটা অতীত আর বর্তমান নিয়ে
স্বপ্নহীন ভবিষ্যত নিয়ে
কবিতার এমন উর্বর জমিনে
মিথ্যে আঁকিবুকি করি
কাটাকুটি খেলি ।
অবহেলায় ফেলে রাখি অনেক সত্যকে
সময়ের অনেক একান্ত দাবীকে
অবশ্য প্রয়োজনকে
দেখানোর সাহস রাখিনে
কবিতার উদার ভুবন -
আমার সাথে আমি রয়ে যাই অস্পষ্ট
কেবল লেখার জন্যে লিখে যাই
পৃষ্ঠার পর পৃষ্ঠা
উদ্দেশ্যহীন-আবোলতাবোল -