খুব ক্ষীণ একটি আলোর শিখা থেকে
ঝাপসা কিছু আলো আসছে
আসুক তবুও তো আলো!
আমি উত্সমুখে একাগ্রচিত্তে তাকিয়ে থাকি
কিছু বাতিল করিনা ,কিছু গ্রহণ করিনা -
এই যে হাঁটছি, হেঁটে চলা জুড়ে শুধু কি ক্লান্তি?
কোনো স্বর্ণোজ্জ্বল মুহূর্ত কি কুড়িয়ে পাইনি
নিমজ্জিত হইনি কি আকণ্ঠ সুখে ?
দ্রুত বিস্মৃত হই
আমি যে দুঃখবিলাসী হতে ভালোবাসি-
তবুও কিছু অতৃপ্তি থেকে যায় কি -
এই যে না জানার বেদনা চিত্তকে দগ্ধ করছে
পেটে-ভাতে যাপিত জীবনে
এ কোন উদ্ভট বেদনা!
সেই প্রিয় বাক্যটি আমাকে সান্ত্বনা দেয়,
" পথ চলতে বড় লাগে "