তোমার কান্না, মেঘাচ্ছন্ন মুখ দেখতে আসিনি
একটু হাসো -
কিসের এমন দুঃখ?
সুখের মহাসাগরে ডুব দিয়েছি
সব ছোট-বড় দাগের অতৃপ্তিকে করেছি সমাহিত
বুঝে -শুনে -
সূক্ষ্ম তৃপ্তির গভীরে নিমজ্জন দশা আমার-
অন্যরা হয়তো বিশ্বাস করবে না
তোমাকে বলছি,
আমাকে অনুসরণ করেই দেখো
আমিও তোমাদের হতাশা দেখে ক্ষয়ে ক্ষয়ে গেছি
বহুবার অকারণ -
এখন না পাওয়ার হিসাবগুলোকে অবহেলায়
ফেলে রেখেছি একপাশে ।
শুধু পাওয়ার তালিকা মিলিয়ে দেখি-
এই আমি এক জীবনে এতো কিছু কিভাবে পেলাম!
এই নির্মোহ পথচলার রাজপথে
কে দিলো ভরিয়ে মননের অলিগলি
অপার্থিব দানে!
এখন আমি নিয়ত এক নিমগ্ন বিস্ময়ের দুনিয়ায়
হারিয়ে খুঁজি এই নিজেকে-