এই সুখ-সম্ভোগ,
এই জনপ্রিয়তাকে ঘৃণা করি
কারো কাছে কোনো প্রশ্ন রাখিনি,
সব প্রশ্নের উত্তর হয় না !
এতোসব ভেবে দেখার সময় মেলে না ।
কেটে যাচ্ছে রোবট-দৈনন্দিন,
পায়ের নীচে কেবল চাকার অস্তিত্ব টের পাই
জানি বিরতিহীন ছুটতে হবে -
এই দাসখতে সাক্ষর করে নির্বিকার আমরা ।
এখন কোনো অতীত নেই -
পিছুটান নেই-
নেই কোনো দায়-
কাউকে দোষারোপ নেই -
বিনিময় ও অর্জনের সমীকরণ অজানা!
স্নেহাস্পদকে ক্ষমা করার মতো
আমার জন্যে আর আমাদের জন্যে
রেখেছি আনুক্রমিক উন্মুক্ত দায়হীনতা ।
এখন আমিও অকারণ নিরবতা ভালোবাসি -