একের পর এক ব্যর্থতা
মুড়ে রাখে আমাকে-
কেবল অশান্তির বার্তা
পৃথিবীর চারকোণ থেকে ধেয়ে আসে,
এই অস্তিত্ব ভারবাহি হয়ে উঠে,
মনে হয় আকাশ দেখবো না আর কোনোদিন-
"কালো নারী" কোথা থেকে উড়ে এলে তুমি?
বসন্ত বাতাসের মতো-
গভীর আলিঙ্গনে উড়িয়ে দিলে
অন্দরমহলে জমে থাকা ধূসর মেঘ ।
অনেক সূর্য্য-দীঘল দিন শ্রমক্লান্ত হয়েছে কেবলি-
তোমার মুখের আদলে খুঁজে পাই
প্রিয় কোনো মানুষের মুখ
যে আমার খুব চেনা -
তোমার সরব মুখরতায়
মূহুর্তে এলোমেলো হয়ে যায়
আমার বর্ণবাদী ভাবনায় বেড়ে উঠা
সংকীর্ণ মানস-
কি আছে তোমার ঐ যাদুকরী অস্তিত্বে ?