অসময়ে কেনো এলে !
হাতের মুঠো খুলে দেখি
দেওয়ার মতো কিছু নেই-
না কোনো দুর্লভ রত্ন-
না কোনো পুজার নৈবেদ্য-
বয়ে এনেছি হাজার বছরের ব্যর্থতা,
হতাশা,বিমর্ষ মন;
সাধ ছিলো উপহার দেবো
কোনো এক ইতিহাসখ্যাত সম্রাটের বিপুল ঐশ্বর্য্য-
মুগ্ধ আবেশিত সোনালি নান্দনিক প্রহর ;
ইস্পাত-দৃঢ় মনোবল -
আকাশের মতো গভীর হৃদয়-
দিনরাত আকাশকুসুম ভেবে ভেবে
সীসা-রঙ জমা হচ্ছে
সময়ের উদাসীন শরীরে -