অনেকের মতো এই আমি
দুরূহ যাত্রায় শামিল হয়েছি একদিন
দুর্লভ রত্ন সংগ্রহের লোভে -
মানুষের এই ছোট্ট অস্তিত্ব জুড়ে
কতো সব অনাবিষ্কৃত লুকানো যাদু থাকে
পাইনি দেখা এই ঊষর ভ্রমণে-
হঠাৎ চারপাশ আচ্ছন্ন হয়ে যায়
তুমুল কান্না-বৃষ্টিতে
সব হারনোর কান্না-
হৃদয় ভাঙ্গা কান্না-
আমার বলে আর কিছুই থাকে না ।
রবিনহুডের মতো
সে এক উদাসীন লুটেরা -
কান্নার দুনিয়ায় হারিয়ে যেতে চাই
হারিয়ে যেতে যেতে
পরাজিত হোতে চাই -
নিঃস্ব হোতে চাই
এই গভীর আবেশে -
বাস্তবের চেনা দুনিয়ায়
চাই না আসতে আর ফিরে-
যখন আকাঙ্ক্ষার শীর্ষবিন্দু মিলে যায়
তখন হারানোর কিই বা বাকি থাকে !
সাধ যায় এই মদির স্বপ্ন চোখে নিয়ে
প্রিয় মৃত্যুকে বুঝে নিতে -