প্রতিটি পদ চিহ্নের নীচে
লুকানো রক্তের দাগ আছে
ব্যথা যত সব আমার
কেউ জানেনা -
তবুও ফুল ফোটাই অবিরাম
ফুলেল উচ্ছ্বাসে কোনো মালিন্য পাবেনা -
অন্তর্গত শীতকাতরতায় কাঁপছি প্রচণ্ড
বাইরে উষ্ণতা বিলাই অকৃপণ-
এসব তোমাদের জানার কথা না-
এসো একবার দেখি
যোগবিয়োগের হিসাব মিলিয়ে
আমরা কি কেউ মন্দ আছি ?
তোমার জুতায় পা রেখেছি
জানতে পেলাম
আমি একটু বেশীই সুখী!