এই বয়সী খুকী
স্মৃতিবাড়ি যাবি ?
আয় তবে চল
দাদাবাড়ি-নানাবাড়ি-
ইসকুল ঘর-
কাঁচনদী অবগাহন-
ঝরা শিমুল -কৃষ্ণচূড়া-জবার শরীরের
সব লালাভ আগুন-
কামিনীর সুগন্ধী মাখা দমকা বাতাস-
বাল্যের বালখিল্যপনা-
অশ্রুত প্রেম-
স্মৃতি ছুঁয়ে ছুঁয়ে
আয় আর একবার দেখে নিবি-
এখন ঝুরঝুরে মাটির ঘর-
দেওয়ালে দেওয়ালে মৃদু অন্ধকারে
স্মৃতিদের ফিসফিসানি-
কোথায় কি ফেলে গেলি?
তুই যত্নে রাখিসনি জানি -
আমি রেখেছি খুব যত্নে
মন কেমন করলে
ধার দেবো না-
আমি আগের মতোই হিংসুটে -একগুঁয়ে!