আজকাল এমনই বেখেয়াল
কফির মগ পড়ে আছে -
কখন ফুটন্ত তরল দারুণ অভিমানে
ঠাণ্ডা হয়ে গেলো
টেরও পেলামনা -
আগে কেউ বার বার তাগিদ দিতো
তার উদ্বিগ্ন চোখ মনে পড়ে
অমনটি উচাটন আর কাউকে হোতে দেখিনি-
ই-বুকে চোখ রেখে কখন সন্দর্ভ থেকে
বিজ্ঞাপনের লোভী জগতে অসতর্ক পা ফেলি -
ওরা অজ্ঞাতে কখন
আমার মগজ ধোলাইয়ের দায়িত্ব নিয়ে নেয়
ভুলে যাই বাবার শেখানো পরিমিতিবোধ -
অল্পে তুষ্ট হওয়ার মহতি সময়ের সংজ্ঞা-
আবিষ্কার করি
আমার আজন্ম লালিত বোধগুলো
হিমায়িত হয়ে দীর্ঘ শীতনিদ্রায় নির্বাসিত-
অভিব্যক্তিহীন নির্লিপ্ত চোখে
আমার দিকে চেয়ে আছে-