তুমি আসবে বললে এখানে
উদগ্রীব হয়ে জানতে চাইলে
আমার কি কি চাই?
ব্রান্ডেড পোশাক-
হাই রেজ্যুলেশন-ক্যামেরা -
নোট প্যাড-
ইত্যাদি ইত্যাদি---
যেটুকু মানুষ পারেনা
শুধু বৃথা চেষ্টা করে মরে -
যেটুকু মানুষ পারে
কখনও চেষ্টা করে দেখেনা -
এক জীবনে পায়না সন্ধান -
যদি পেয়ে যাই
অষ্টম-আশ্চর্য্যের মতো-
বোধের নাগালে -
এক পূর্ণতা ভর করে
চারপাশ বিভোর থাকে
অলৌকিক সুখে-
বিনিময়হীন এই সূত্র জানা আছে কি ?
শেখাবো বিনামূল্যে -
বড় বেশী হিসাব -নিকাশে অপচয়ীত
এই দূঃসময়ে -