আমাকে নিয়ে টানা হেঁচড়া কোরনা অকারণ-
এই উৎসবে আমি যাব না
তোমরা যাও, রংবাহারে যত পারো সাজো
আমি যাবোনা ,আমাকে ডেকোনা
এই উৎসবও আমার হতে পারতো!
সব আয়োজন কেবল আমাকে ঘিরেই
হোতে পারতো আবর্তিত-
আমিও মনে মনে
সেজেছি বসন্তের সব ফুলে-রঙ-এ
তোমাদের হল্লায়-হুটোপুটিতে
নাইবা হোলাম শামিল-
চোখের আঙ্গীনায় জমা হোক কুয়াশা,মেঘ-
আমার দৃষ্টির দিগন্ত হয়ে যাক ঝাপসা-ধূসর-
তাতে ক্ষতি কার?
আমি উদার নই আকাশের মতো -
অথবা দয়াদ্র নই বৃষ্টির মতো-
তুমি উদার হও!
আজ আমি অস্তিত্বে পুষে রাখবো
হৃদয়ের গভীরতম ক্ষত -