একটি অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে
জীবনের হিরকোজ্জ্বল মুহূর্ত পুড়িয়ে পুড়িয়ে হাঁটছিলাম-
হাঁটছিলাম বিকল্প বোধ-বিপন্নতার সাথে সমঝোতা করে-
কখন আত্মবিস্মৃত অন্ধকারে
কুড়িয়ে পেলাম এক টুকরো অলৌকিক আলো-
জীবনের ক্লান্তি- পরাজয় মুছে দেওয়া সুখ
যেন আজ এই হাতের মুঠোয়
নির্ভার খেলা করে-
আমাকে ফিরিয়ে দেয় আরও কিছু গভীর অনুসঙ্গ-
হারিয়ে যাওয়া বোধ -
আমি শুধু আত্মস্থ করতে থাকি
এই নতুন প্রাপ্তির ঠিকানা-
পুরানো কিছু বোধ, কতো সুন্দর !
সেসব কি মিথ্যে হোতে পারে ?