দ্যাখো কেমন হাজার চেনা মুখের ভীড়ে
সাধারণ হয়ে -
হারিয়ে গেছো তুমি-
অনেক কষ্ট-চেষ্টায় মনে পড়েনা তোমার মুখ -
এভাবেই একদিন হারিয়ে যায় মানুষ
স্মৃতি থেকে -
অস্তিত্ব থেকে-
সব কৃতি-অর্জন
ম্লান-ফিকে করে দিয়ে-
আমি কোন দায় নেবনা ;
আমি আমাকে ভালোবেসে পাড়ি দেবো
আরও কিছু উৎসুক সময়-