হাত ছুঁয়ে দিলে
হ্যান্ড স্যানিটাইজারে ঘসে ঘসে
হাত ধুয়ে ফেলো বারবার-
মগজের গভীরে বসবাস করে
অবিশ্বাস্য ঔপনিবেশিক মনন-
"কালো" বলে করো তীক্ষ্ণ চিতকার-
আর আমার শুধু দোষ হয়ে যায়-
আর আমরা নাকি বেশী বেশী সাম্প্রদায়ীক জাতি -
আমরা গবেট -গোঁয়ার -কূপমণ্ডুক -
পিছিয়ে পড়া এশীয়-
হ্যাঁ, আমরা অশিক্ষিত গেঁয়ো-
অন্তত তোমাদের মতো নই
শিক্ষিত আধুনিক ভণ্ড -
আমাদের কেউ কেউ
আজও ভুলতে পারেনা -
ঘাড় থেকে পারেনা নামাতে
সিন্দাবাদের ভূত -পুরনো প্রভূ-