ও আমার বিলাসী পুষ্প !
অমন গাঢ় রোদে না ভিজলে
অস্তিত্ব জুড়ে এই বিলাসী রংবাহার
তুমি কোথায় পেতে?
কোথায় পেতে
আত্মার এই নিবিড় আহলাদ?
তারপর দিন শেষে তীব্র তাপাগ্নিতে
অনিবার্য্য মৃত্যুর সুখ -
বেরসিক খরার মাটিতে নেমে আসুক
পুর্বাভাসহীন এলোমেলো বৃষ্টি-
আজ বাতাসে অবিরাম এঁকে যাও
বর্ণিল আল্পনা -
অরক্ষিত কিছু চলচ্চিত্র-
সম্পূর্ণ হোক উত্সব-
প্রজাপতি-পাখি -হাওয়ার সব কারসাজি -
গোমড়া -মুখো পৃথিবী
হেসে উঠুক আর একবার-