আত্মজা আকাঙ্ক্ষাগুলোকে
এই অন্ধকারে আজ একটি একটি করে
গলাটিপে হত্যা করবো -
এ কি আত্মহনন নয় ?
ওরা কেউ আমাকে প্রতিনিধিত্ব করেনা
ওদের সঙ-এর মতো অসংগত বৃদ্ধি
কেবল আমার প্রদীপ্ত চেতনাকে বিদ্ধ করে -
আশা ছিলো ওরা পুষ্প-মানবী হবে -
হবে শান্তির পতাকাবাহী -
উত্তরাধিকারী হবে বিরল মানবিক মননের-
অগ্রগামী সৈনিক হবে যৌক্তিক যুদ্ধের -
যে যুদ্ধ থামেনা কোন কালে -