ঠিক এইখানে এসে
সব যুক্তি-বুদ্ধি-বোধ বিস্মৃত হই -
কে আমাকে ক্ষমা করবে ?
সব শিক্ষার কবর হয়
কে আমাকে নতুন করে শেখাবে ?
একেবারে অন্ধ হয়ে যাই
কে আমায় আলোকিত করবে?
আমার অস্তিত্ব আমার থাকেনা
কে আমার অস্তিত্ব ফিরিয়ে দেবে ?
জীবনের পথে আর একটু হেঁটে যাব কিনা
কে পথ দেখিয়ে দেবে ?
আমি তখন থেমে যাই
উদ্দেশ্যহীন-গন্তব্যহীন-
এখন আমি এক আত্ম-বিস্মৃত সত্ত্বা !