তাঁর আদ্যোপান্ত পাঠ করি -
মুগ্ধতার দেশে হারিয়ে যাই-
তাঁকে ক্রমশ অবিশ্বাস্য
ধরাছোঁয়ার অতীত মনে হয়-
মনে হয় সবকথা বলা হয়ে গেছে
তারপর কিইবা অবশিষ্ট থাকে ?
থাকে হয়তো-
আরো কিছু কথা নতুন করে বলার ;
নতুন কথার জাল বুনি -
হাতে তুলে নেই অভিজাত আর একটি কলম -
আরও কিছু না বলা কথা ব্যক্ত করার গভীর আশায়
পাতা ভরে উঠে হাজার কাটাকুটিতে -
রক্তক্ষরণের মতো দাম দিয়ে
দু'একটি শব্দ কিনি ;
তাতেই ধন্য হয়ে শব্দ দেবতাকে পাঠাই প্রণাম
আমার শ্রদ্ধাঞ্জলী -