প্রতিদিনের অতি যত্নে গড়া
কঠিণ প্রতিজ্ঞা ভেঙ্গে ফেলে ফেলে
আর একটি নতুন দিন করি নির্মাণ-
এই নষ্ট সময়-
বহমান উদাসীন সময়-
নির্মোহ নিষ্ঠুর সময়-
বয়সী আপোষহীন সময়
নি:শব্দ পায়ে পায়ে হেঁটে আসা
বেরসিক আততায়ী সময়-
আমাকে দেয়না অবসর -
ভালোবেসে করেনা ক্ষমা
শুধু একবার -