একটু একটু করে বাড়িয়ে নিলে বাগান-
এভাবেই বেড়ে চলে দখল-
ইচ্ছেরা মেলে শাখা-প্রশাখা-
বসন্তে দেবদারুর পাগল করা
পান্না রঙএর পাতা -
চোখ ফেরানো দায় -
জানতো সবটাই সমভূমি নয় -
আছে শিউরে উঠা কালো অস্পষ্ট খাদ-
অভিলাষের মতো উঁচু পাহাড়-
আর আছে সব মালিন্য ধারণ করে
বয়ে চলা নিরীহ উপত্যকা -