আজ থাক কান্নাকাটি
মেঘলা দৃষ্টি -
মুছে ফেলো
ফোঁটা ফোঁটা সাদা অশ্রু -
আজ শুভদিন
কতোই দিলে অতুল সময় -
চাঁদের-কণা- সোনালী দিন-
কত কথা যায় থেকে মিমাংসাহীন-
সব শোকের উপশম নেই
হয়তো জানো-
অনেকবার উতস খুঁজে
আজ শ্রান্ত-
কারণগুলো অধরা নয়
সব কথা কি আলোয় শোভন ?
কিছু কথা নিত্য ভাসায়
নিবিড় কোন নীল বেদনায়-
এই পরাজয় কাঙ্ক্ষিত নয়!
আর কেঁদোনা-