চলতি পথে পথের দুপাশে
কুড়িয়ে পাই কিছু দুর্লভ ফুল-
প্রায় চোখে পড়ে না এমন-
আরো কুড়িয়ে নেই কিছু বিরল অর্কিড-
না হয় অনেকে এর মুল্য না বুঝুক -
তবু যত্নে আগলে রাখি -
কেউ কেউ যারা চিনে ফেললো
তারা আমাকে হত্যা করলো-
আর আপাতঃ অন্ধকারের দেশে পাঠিয়ে দিলো
এইসব অমুল্য জিনিস-
আর আমার শব বলছিলো ,
"আমি যে ইতিহাস হয়ে গেলাম
আমি যে গ্যালিলীয়'র মতো অমর হয়ে গেলাম..."