রোদও খুব লুকোচুরি খেলছে আমাদের সাথে-
সাগরের এপাশটায় চারদিকটা বলা যায় নির্জন
একটু আগে জেগে থাকা বালুচর দেখতে দেখতে
ভরে গেলো অথৈ জলে-
অলস পানকৌড়ির উড়াউড়ি-
বিরল কিছু গাছ এখনো ছায়া দিতে জানে -
মাথার উপর নীল সামিয়ানায় সূক্ষ্ম মেঘের আঁচড় -
দু'একজন যারা আপন কাজে এদিক ওদিক যাচ্ছে
তাতে নৈ:শব্দ টোল খায়না -
বহুদিনের জানাশোনা হলে যা হয়
অনেক কথা অর্ধেক উচ্চারিত হয়
সম্পূর্ণতার মুখ দেখেনা -
তাতে কিছু যায় আসেনা
শব্দের জায়গাগুলো দখল করে নেয় জানাশোনা -
রোজকার চিৎকার চেঁচামেচি -ভীড়-ভাট্টা কেটে
আজ এখানে ঠাঁই নিতে পেরেছি ক্ষণিকের জন্যে
নির্জনতার নীলাঙ্গনে বিলীন হবো বলে -