বারান্দায় কিছু পুরনো -ভাঙ্গাচোরা জিনিষ জমা হচ্ছে
ওরা পড়েছে বাতিলের তালিকায়-
নাড়াচাড়া করে দেখি
স্মৃতির ধূলো এখনো লেগে আছে ওদের শরীরে-
মনস্থ করেছি ফেলে দেবো -
শূধু মনে নয় এই প্রিয় শরীরের অলিতে গলিতে
স্মৃতি শোক হয়ে রাজত্ব করে-
আমাকে উদাসীন বিবর্ণ করে ফেলে
তখন মাটিতে আশ্রয় খুঁজি-
ঘাড় গুঁজে বসে পড়ি শেষ আশ্রয় ভেবে-
সে আমাকে ফেরায়না
ফিসফিসিয়ে বলে,
'' দেরী কোরোনা;
উঠে দাঁড়াও;
দেখতে পাওনা ;
কেমন করে গাছেরা আমাকে ভর করে বেঁচে থাকে"
মাটির কাছ থেকে মন্ত্র শিখে নেই-
আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি
ইতোমধ্যে সময় অস্তিত্ব থেকে অলক্ষ্যে-সযত্নে খুলে নেয়
শোকের ভারী গহনাগাঁটি -
সময় আমাকে ভুলিয়ে দেয় মৃত অতীত -
ভুলিয়ে দেয় ব্যর্থতার গ্লাণী-
এবার মাটিতে শুরু হবে এক নতুন অভিযাত্রা -