তার একাগ্রতায়-
তার জীবনি-শক্তির প্রগাঢ় নিষ্ঠায়-
তার আত্মবিশ্বাসে ভরপুর ইন্দ্রজালে -
তার জ্ঞান-তৃষ্ণায় ব্যয় করা সাধনায়-
তার অঙ্গীকারের বিশ্বাসযোগ্য ভাষায়-
তার পরার্থপরতায় নিমগ্ন ভাবনায়-
একদিন যদি আমি তার ভক্ত হয়ে যাই-
আর এইখানেই কেউ কেউ হয়ে উঠে খলনায়ক-
কেউ হয়ে উঠে ইতিহাসের অবিস্মরণীয় বীর -