ক'দিন ধরে শুনছি তোমার মন ভাল নেই
এদিকে আমিও ভীষণ ক্লান্ত-অবসন্ন-
বারো ঘণ্টা ল্যাপটপের পর্দায় ক্রীতদাসের মতো
চোখ রেখে রেখে একঘেয়ে হয়ে ঊঠেছি-
ঝাপসা চোখে তবুও তোমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি
একটি সন্ধ্যা উত্সর্গের আসায়-
তুমি অনাহুতের আগমনে চমকে গেলে তো
হ্যাঁ, চমকে দিতেই আসা-
তোমার চোখের নীচে এতো গভীর কালি কেনো ?
কোন অজানা অসুখ তোমাকে এমন মলিন করে গেছে?
মেনে নিতে লেগে যায় কিছুটা সময়-
সাধ জাগে -ঐন্দ্রজালিক শক্তিকে একটু পরখ করে নেই
শুধু তোমার জন্যে -
যতটুকু চেনো নিজেকে
আমি কি চিনি তার থেকে বেশী !
এসো আজ সন্ধ্যায় প্রিয় গানের বসাই আসর -
গেয়ে উঠো কিশোরী বেলার কিণ্ণরী গলায় -
মূর্ত হয়ে উঠুক আর একবার লতা-আশা
সন্ধ্যা-চিত্রা-আরতি-নির্মলা -
আর একবার বিলীন হয়ে যাও
সংগীতের নন্দিত ভূবনে -
যেখানে বসন্ত ফিরে ফিরে আসে
উত্সবের দেবতা হয়ে -