তুমি কি জানো
তোমার প্রতিটি শব্দ-মণ্ডলী থেকে ঝরে পড়ে
অনুচ্চারিত ভালোবাসার নক্ষত্র বৃষ্টি-
কুয়াশা রাতের নিটোল আবেগ-
তুমি কি জানো
সেখানে নৈকট্য বা দূরত্ব
সৃষ্টি করেনা কোনো বিশেষ পার্থক্য -
আর আমি ক্রমশ ডুবে যেতে থাকি
এক স্বর্গীয় অনুভবের দুনিয়ায় -
সেইখানে পৃথিবীর গভীর সব সম্পর্ক গুলো
আপাতঃ অবলুপ্ত হয়ে যায় ;
যতক্ষণ এই ঘোর আচ্ছন্ন করে রাখে আমাকে -
লোকে অবশ্য বলে, এ মিথ্যে !
এ এক মায়া !