আজ মনে হয় স্বপ্নগুলো তোলা থাক শো-কেসে
ছুঁয়ে দেখবোনা ওদের -
অনেক স্বপ্নকে প্রিয় কোন ফুলের মতো
হাতে পেয়ে নিস্পিষ্ট করেছি দারুণ অবহেলায়
নিষ্ঠুর হাতে ছিঁড়ে- ছিঁড়ে
ধুলোয় ছুঁড়ে ফেলেছি কখন অজান্তে -
আমি তো চাষী নই ...
যে রক্ত আর ঘামের বিনিময়ে
ফলায় সোনালী ফসল -
আমি তো মালী নই
যে ক্ষুধার্ত চোখে ঘুমাতে যায়
রং-দুনিয়ায় ফুলের স্বপ্ন-বুনে -
আমি তো কোনো স্বপ্নভূক দেশপ্রেমিক নই
যে আগামীর স্বপ্নে হাতের মুঠোয় নেয় প্রিয়তম প্রাণ -
আর স্বপ্নদের টেনে -হেঁচড়ে নামাবো না
এই নিরন্তর উদাসীনতার আঙ্গিনায়-